নাফ্সে আম্মারা বা নাফ্স কি?
নাফ্স অর্থ প্রবৃত্তি। নাফসের পাঁচটি স্তর আছে। যথাঃ (ক) নাফসে আম্মারা, (খ) নাফসে লাওমা, (গ) নাফসে মােৎমাইন্ন্যা, (ঘ) নাফসে মােলহেমা এবং (ঙ) নাফসে মােহাদ্দেসা। পাঁচটি স্তরের মধ্যে নাফসের নিকৃষ্ট অবস্থাই হইল আম্মারার স্তর। যাবতীয় কুচিন্তা ও কুকর্মের উৎপত্তিস্থল এই নাফস। খােদায়ী দাবী করা ইহার জাত- স্বভাব। খােদাতায়ালাকে স্বীকার করিতে সে নারাজ। ওলী-আল্লাহ সকল নাফসে আম্মারাকে ফেরাউন বলিয়া অভিহিত করিয়াছেন।
গ্রন্থসূত্রঃ খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহসূফী হযরত ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত শরীফ, ২ম খন্ড, “আদাবুল মুরিদ”।