নসফ কি?

নসফ কি?

নফস হল রূহ তথা আত্মার স্বভাব। আবার নফস বলতে চিত্তের প্রবৃত্তিকেও ধরতে পারি। নফস আমার রূহের কাজগুলো সম্পাদন করে নিজ প্রবৃত্তির দ্বারা। নসফ যেহেতু রূহের স্বভাব সেহেতু পঞ্চরূহের পঞ্চ স্বভাব অর্থাৎ নফস পাঁচ প্রকার। হাইয়ুন সিফাত যে নফসের তাবেদারী করবে সেই নফস যে রূহের অধীন, সেই রূহ জাগ্রত হতে থাকবে। তবে নসফের তাবেদারী বলতে বুঝিয়েছি যে, নফসের আস্ফালনে কর্ম করা। আমরা সকল কর্মই কোনো না কোনো নফসের আস্ফালন থেকেই করি।

পাঁচ প্রকার নফস হল:

  • ১.নফসে মোলহেমা।
  • ২.নফসে লাওয়ামা।
  • ৩.নফসে আম্মারা।
  • ৪.নফসে মুৎমাইন্না।
  • ৫.নফসে রহমানিয়া।
আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel