ইলমে সফিনা বা পুঁথিগত জ্ঞান
বিভিন্ন প্রকার শাস্ত্রীয় গ্রন্থ, দর্শন শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র অর্থশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র ও নীতিশাস্ত্র ইত্যাদি অধ্যায়ন করে যে তথ্য অর্জিত হয় তাকে ‘ইলমে সফিনা’ অর্থাৎ ‘পুঁথিগত জ্ঞান’ বলে, যা দ্বারা আল্লাহর মারফত কখনই জানা সম্ভবপর নহে।
এলেম মূলত দুই প্রকার: যথা- ‘ইলমে সফিনা’ অর্থাৎ পুঁথিগত জ্ঞান ও ‘ইলমে সিনা’ অর্থাৎ কালবের জ্ঞান।