হোমপেজ প্রয়োজনীয় শব্দার্থ আশুরা অর্থ কি

আশুরা অর্থ কি

আশুরা অর্থ কি

আশুরা মূলত আরবি শব্দ। আশারা শব্দমূল থেকে নির্গত। এর অর্থ দশ। আরবি শব্দ আশরুন তথা দশ শব্দটি থেকে আশুরার শব্দের উৎপত্তি। মহররমের দশ তারিখ সম্মানিত বলে দিনটিকে পবিত্র আশুরা বলা হয়। এইদিন আহলে বায়েতের অন্যতম সদস্য নবী মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হুসাইন ইবনে আলী কারবালার ময়দানে এজিদ বাহিনীর হাতে শহীদ হন।