হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর নাস কাকে বলে?

নাস কাকে বলে?

573

নাস কাকে বলে?

কোরানিক দর্শন আলোকে নাসঃ ইনসানের বহুবচন হলো নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ তথা মানবজাতি। সাধারণ প্রবৃত্তি তাড়িত জীব থেকে উন্নতর বুদ্ধিসম্পন্ন মখলুককে মানুষ বলা হয়েছে। খান্নাসের উন্নতর সংস্করণ হলো মানুষ। মানুষ জ্ঞান প্রাপ্ত হলে ইনসান থেকে আমানু দলভুক্ত হয়।

সুতরাং যারা জীবনটাকে ভোগ বিলাসে মত্ত রাখতে চায়, এবং ধর্ম কর্মের দার ধারে না, তারাই মূলত নাস তথা মানুষ।