হোমপেজ ইলমে মারেফত মুমিন ও মুসল্লির পরিচয়

মুমিন ও মুসল্লির পরিচয়

মুমিন ও মুসল্লির পরিচয়

মুমিন তথা প্রশান্ত নফস:

খান্নাসমুক্ত নফসকে মুমিন বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি সালাত তথা যোগসাধনার মাধ্যমে আপন নফস হতে ষড়রিপু বন্ধন হতে মুক্ত হয়েছে তাকে কোরানিক দর্শনে মুনিন বলে।

  • কোরানিক দর্শনে মুমিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে :
  • ১: অবশ্যই সফলকাম মুমিনগণ।
  • ২: যাহারা (মুমিনগণ) বিনয়- নম্র নিজেদের সালাতে।
  • ৩: যাহারা (মুমিনগণ) অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে।
  • ৪: যাহারা (মুমিনগণ) যাকাতদানে সক্রিয়।
  • ৫: যাহারা (মুমিনগণ) নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে।
  • ৬: যাহারা (মুমিনগণ) নিজেদের স্ত্রী অথবা ডানহাতের অধিবাসী ব্যতীত, ইহাতে তাহারা নিন্দানীয় হইবে না।
  • ৭: এবং (মুমিনগণ) কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমালঙ্ঘনকারী।
  • ৮: এবং যাহারা (মুমিনগণ) নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে।
  • ৯: এবং যাহারা (মুমিনগণ) নিজেদের সালাতের উপর যত্মবান।
  • ১০: তাহারাই (মুমিনগণ) জান্নাতের অধিকারী-
  • ১১: তাহারাই (মুমিনগণ) ফিরদাওসের অধিকারী। যেখানে তাহারা চিরস্থায়ীভাবে অবস্থান রত। (সুরা মুমিনূন ২৩:০১-১১ নং আয়াত)।

মুসল্লি তথা যোগী:

যিনি ভালো এবং মন্দের বাহিরে অবস্থান করেন তাকে যোগী তথা মুসল্লি বলে। অর্থাৎ যিনি রবের সহিত সংযোগসাধনে রত তথা সার্বক্ষনিক সালাতের উপর প্রতিষ্ঠিত তিনিই মুসল্লি।

মুসল্লির বৈশিষ্ট্য নিম্নরূপ:

  • ১: নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হইয়াছে অধৈর্য রূপে।
  • ২: যখন মন্দ তাহাকে স্পর্শ করে (তখন) অস্থির হইয়া যায়।
  • ৩: এবং যখন মঙ্গল তাহাকে স্পর্শ করে ( তখন) হয় কৃপন।
  • ৪: মুসল্লি তথা যোগী ব্যতীত।
  • ৫: তাহারাই (মুসল্লি তথা যোগী) যাহারা দায়েমি সালাতের উপর (দন্ডায়মান)।
  • ৫: এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে (মালের মধ্যে) (অন্যের) অধিকার ভালোভাবে জানেন।
  • ৬: প্রার্থীর জন্য এবং বঞ্চিতদের (জন্য)।
  • ৭: এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য।
  • ৮: এবং তাহারা যাহারা তাহাদের রবের আজাব হইতে ভীত।
  • ৯: নিশ্চয়ই তাহাদের রবের আজাব নিরাপদ নয়।
  • ১০: এবং তাহারা যাহারা তাহাদের লজ্জাস্থানসমূহের হেফাজতকারী।
  • ১১: তাহাদের স্ত্রীদের উপর ছাড়া অথবা যাহারা তাহাদের ডান হাতের মালিক হইয়াছে; সুতরাং নিশ্চয়ই তাহারা নিন্দিত নহে।
  • ১২: সুতরাং ওইটা ছাড়া যে চায় সুতরাং উহারাই তাহারা, তাহারাই সীমাভঙ্গকারী।
  • ১৩: এবং তাহারা যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষাকারী।
  • ১৪: এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের সহিত অটল।
  • ১৫: এবং তাহারাই যাহারা তাহাদের সালাতের উপর হেফাজত করে।
  • ১৬: উহারাই (যোগীগণ) তাহারা জান্নাতের মধ্যে মহিমান্বিত। (সুরা মারিজ ৭০:১৯-৩৫ নং আয়াত)