মৃত্যুই শেষ শাস্তি

মৃত্যুই শেষ শাস্তি

কিয়ামত শব্দের অর্থ হল রূপান্তর, নফসের রূপান্তর, নফসের পুনর্জন্ম, জন্মান্তরবাদ। আরবিতে কিয়ামত, বাংলাতে জন্মান্তরবাদ। আল কোরানে কিয়ামতের উপরই বেশি আলোচিত হয়েছে। কিয়ামত নফসের কামনা বাসনার উপরই হয়, কিয়ামত আত্মার বা রূহের উপর হয় না। কিয়ামত অর্থ ধ্বংস নয়। ধ্বংসের আরবি হল তাবাতাবা। বস্তু কখনো ধ্বংস হবে না। বস্তুর হয় রূপান্তর। কিয়ামত ন্যানুসেকেন্ডের ভিতরেই হচ্ছে। চরম সত্যে মানুষের মৃত্যুটাই কিয়ামত। প্রাণ তথা নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দেওয়ার নামই হল কিয়ামত। মৃত্যু অর্থ ধ্বংস নয়, মৃত্যু একটি ঘটনামাত্র।

এই জন্যই  আল কোরান মৃত্যুর স্বাদ নিতে বলেছেন। সুতরাং  নফস থেকে ষড়রিপু ত্যাগ করার নামই কিয়ামত। সৃষ্টি ধ্বংস হবে না, সৃষ্টির হচ্ছে পরিবর্তন, আবর্তন ও বিবর্তন। আত্মজ্ঞান প্রাপ্ত হলে মনের সকল জঞ্জাল বিনাশ হয়ে যায়।  সূর্যে আলোতে যেমন কুয়াশা ম্লান হয়ে যায়। তেমনি জ্ঞানপ্রাপ্ত হলে মানুষ বুঝতে পারে, মৃত্যু হল নতুনত্বের আহ্বান। এই মৃত্যু আমিত্ব বিনাশের মৃত্যু। তাই মহানবি (স.) ইরশাদ করেন- “মরার আগে মরো”। অর্থাৎ, মৃত্যুটাই শেষ শাস্তি।

-আর এফ রাসেল আহমেদ।
১২.০৩.২০২৫

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel