তুমিতো আমিই (আধ্যত্মিক কবিতা)

তুমিতো আমিই (আধ্যত্মিক কবিতা)

তুমিতো আমিই
– মোঃ সিয়াম হোসেন খান

তর্ক রাজ্যের বহু উর্ধ্বে
মহাবিশ্বের প্রেম নামক কোনো এক ছায়াপথে
স্বর্গ ও নরকের ঠিক মাঝ বরাবর বিভেদ তলে
পুল সিরাতের সূক্ষ্ম রাস্তা ধরে
প্রেমাস্পদের দিকে ধাবিত হওয়া এক বিদ্রোহী প্রেমিক
অচেনা, অজানা পথ-ঘাট, অবিরত ছুটে চলা।

কখনো অগ্নিসমুদ্রে অবগাহন
ক্লান্তির প্রশ্বাসে দোযখেরে দহন
কখনো শরাবের নহরে চুম্বন
সামান্য অবহেলায় স্বর্গের ক্রন্দন
অযাচিতত সব স্বেচ্ছাদৃত ঘটনা
বুকে পুঞ্জিভূত অভিমান আর ক্ষোভ
চোখে প্রিয়ারে দেখার বাসনা।

সৃষ্টির শুরু থেকে আজ অব্দি এই ছুটে চলায়
যুগযুগান্তরের ধারাবাহিক বিবর্তনে
কিছু অপ্রকাশিত অনুভবের মাদকতায়
পবিত্র সফরের খন্ডকালীন একটি অংশ
তুমি ছিলে পাশে পথপ্রদর্শক হিসেবে।

প্রিয়, থাকতে যে তোমাকে হবেই
আদতে আমাদেরই তো মিলন হবে
কোন এক কৃষ্ণ গহ্বরে
দেখবে তুমি আর আমি একই বিন্দু।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel