কবিতায়ে খাজা মঈনুদ্দিন (আনিসুল আরওয়াহ)
খাজা ওসমান হারুনীর
সোহবত আওয়াজ,
মঈনুদ্দিন চিশতি হলেন
খাজা গরীবে নেওয়াজ।
দিকে দিকে চিশতিয়ার জ্যোতি
খাজাজী চললেন হিন্দুস্তানে প্রতি।।
তারাগড়, আনাসাগর তীরে
ইসলামী রেনেসার জয়টিকা উড়ে,
পৃথ্বিরাজ কাপে ভয়ে-
শয়ে শয়ে মানুষ ছুটেছে
কোন আসক্তির বলে?
হিন্দুস্তান কি তবে মোহাম্মাদির তরে?
খাজাজীর মাওলার শান,
আজমির তব হিন্দুস্তান-
সত্যের কষাঘাতে লভিল ইসলাম।
উর্ধ্বাকাশে রূহানী নুরের ফোয়ারা,
ধরায় আসিল মুরশীদ সুধা
আনিসুল আরওয়াহ।।
লেখকঃ জাফর সালেহ
তাংঃ ১১জুলাই, ২৩।