কুরবানী -আসিব মিয়া
ফিরে এলো আজি কুরবানীর ঈদ,
মুসলিম কুরবানী দে তোর পশুত্বহৃদ।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যগুলি
আল্লার রাহে আজ সবকিছু দে রে বলি।
বন্ধু, যুগযুগ ধরে দিচ্ছো পশু জবাইয়ের কুরবানী,
কভু কি ত্যাগের তরবারি তলে দিয়েছো হৃদয়খানি?
তবে কেন করছো ফাঁকিবাজের পশুজবাই,
মনের পশুরে করো জবাই- বাঁচে পশুরাও, বাঁচে সবাই।
তোর হৃদয়ে কাম বাসনা, দু’চোখ ভরা লোভ–
আমিত্বের তাবেদারিতে নিত্যবাড়ে প্রতিহিংসার ক্ষোভ!
তোর প্রবৃত্তিকে আড়াল রেখে দিলি পশুর গলায় ছুরি,
বেহেশতের আশায় করলি বন্দেগি, ভোগী’তে হুর-পরি।
বন্ধু, তুমি কি দেখোনি ইসমাঈলের কুরবানী,
আপনারে বলিদানে স্বার্থক করেছে জিন্দেগানি।
রক্ত দিল, মাথা দিল, পশু দিল নিজপ্রাণ–
অথচ বিনিময়ে নিবে তুমি তাঁর প্রতিদান?
বন্ধু তোমার সে আশা আজ মিছে,
কেবল সেই কামিয়াব, যে নিজেকে সঁপিয়াছে।
-আসিব মিয়া