হোমপেজ আধ্যাত্মিক কবিতা ফাইজানে ওয়াইসীয়া-১ (আধ্যাত্মিক কবিতা)

ফাইজানে ওয়াইসীয়া-১ (আধ্যাত্মিক কবিতা)

316
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ও ফার্সি কবি, ফতেহ আলী ওয়াইসী (রহ:) এর মাজার শরিফ: মুন্সিপাড়া লেন, মানিকতলা, কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।

ফাইজানে ওয়াইসীয়া-১ (আধ্যাত্মিক কবিতা)

ফাইজানে ওয়াইসীয়া-১
_অয়ন সাঈদ

এক্ষুনি ওয়াইসী ডুবে যেতে চায় গঙ্গায়
ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি না দেখি!
উজ্জ্বল ঘোড়ার পিঠে চরে রাসূলেখোদা এসেছেন;

ইয়া রাসূলুল্লাহ ওয়াইসী আপনাকে ছাড়া কিছুই চায় না
ওয়াইসীর মিশন আপনার পাক চেহারা মোবারকে নতজানু
চেয়ে রবে; ওয়াইসীর মিশন আপনার শহরের গলির ধূলো-
মাথার তাজ, ওয়াইসীর মিশন হুব্বে রাসূল

দুইবিশ্ব আকাশে জ্বলজ্বল করছে দরূদের নূর
মাশুকের ক্রন্দনে দিওয়ানা বেকারার আশিক-উম্মত
ওয়াইসী বললেন আমাদের সে মাশুক-
হাবিবে খোদা আহামদে মুস্তফা;
আমার উম্মত আমার উম্মত বলে কাঁদছেন-
মদীনায়, আশিকের ভয় নেই,-
রাসূলুল্লাহ’র আগমন নূরে ভাস্মর ফাইজানে ওয়াইসীয়া।