মাতম (কবিতা)

মাতম (কবিতা)

মাতম
_অয়ন সাঈদ

ইয়া হুসাইন, ইয়া হুসাইন মাতমের জজবায়
অতিক্রম করে যাই অবাধ্যের ব্যারিকেড

ইয়া হুসাইন, ইয়া হুসাইন মাতমের জজবায়
গেয়েছি শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন

ইয়া হুসাইন, ইয়া হুসাইন মাতমের জজবায়
কেঁদে কেঁদে চিস্তের কিস্তিটুপি আশিকের নূহ

ইয়া হুসাইন, ইয়া হুসাইন মাতমের জজবায়
পাষাণ-বেদী ভেঙেছে বিদ্রোহী নজরুল

ইয়া হুসাইন, ইয়া হুসাইন মাতমের জজবায়
মাস্ত্ শহর গলি গ্রাম, মাস্ত্ ছায়াপথ আরশ মোয়াল্লা

ইয়া হুসাইন, ইয়া হুসাইন মাতমের জজবায়
প্রস্তরে প্রণয় জাগে বিচ্ছুরণ অপার।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel