হোমপেজ ইলমে মারেফত আল্লাহ এক এবং অদ্বিতীয় (তত্ত্ব কথা)

আল্লাহ এক এবং অদ্বিতীয় (তত্ত্ব কথা)

আল্লাহ এক এবং অদ্বিতীয় (তত্ত্ব কথা)

আল্লাহ রাব্বুল আলামিন চারটি কাজ করেন আমরা রূপে তথা ‘নাহনু’ রূপে।
যথা:-
(১) যখন হেদায়েত দান করেন,
(২) যখন রেজেক বন্টন করেন,
(৩) যখন কেতাব নাজেল করেন,
(৪) যখন রুহ ফুৎকার করেন।

এই চারটি বিষয়ে আল্লাহ আনা তথা আমি রূপে না থেকে আমরা রূপ ধারণ করেন।

আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়। যখন তিনি এই চারটি কাজ করেন তখন তিনি নবী, রসুল ও অলীগণকে নিয়ে আমরারূপ তথা নাহনুরূপ ধারণ করেন। ওহাবি, সালাফি ও কাদিয়ানি মতবাদের বিশ্বাসীরা এখানে এসে শেরেকের গন্ধ পান। আসলেই তারা কোরানের প্রকৃত সুন্দর্য উপলব্ধি করতে পারেন নাই। তাই তারা দুই দেখেন, তারা আল্লাহর অস্তিত্বের বাহিরে আলাদা আল্লাহ খুঁজে বেড়ান। মানুষ কখনো আল্লাহ হয় না, মানুষ আল্লাহর মহা নুরের মধ্যে মিশে একাকার হয়ে যায়।

আর এখানেই তাওহীদ, তাওহীদে দুই নেই, আর দুইয়ের মধ্যে তাওহীদ নেই। আমার সাথে যতক্ষণ শয়তান আছে ততক্ষণ আমি শেরেকে রয়েছি। আমি যখন শয়তানমুক্ত হব, তখনই আমি তাওহীদে প্রবেশ করবো, তখনই আমি মুসলমান, তখনই আমি মুমিন। তখন আমার মধ্যে আল্লাহর দ্বীন প্রবেশ করলো।

সুতরাং আদম ছাড়া আল্লাহর পরিচয় নেই, আবার মানুষ ছাড়া শয়তান পরিচয় নেই। এই মানুষের মধ্যে আমরা আল্লাহর অলীকে দেখতে পাই, আবার এই মানুষের মধ্যেই শয়তানের নোংরা চরিত্র দেখতে পাই। এতএব মানুষই শয়তানের রহস্য আবার মানুষই আল্লাহ রহস্য। আর তুমি দেখতে আমার মতো এটাই সবচেয়ে বড় ধোকাঁ।

নিবেদক: আর এফ রাসেল আহমেদ