হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) মহররমের চাঁদ (কারবালার স্মরণে কবিতা)

মহররমের চাঁদ (কারবালার স্মরণে কবিতা)

166

মহররমের চাঁদ (কারবালার স্মরণে কবিতা)

মহররমের চাঁদ
—ফকির সেলিম কাদেরী

আল্লাহ নবী আলী তুমি
এক গদিতে চার জনা,
খুলেছে যার মনের দুয়ার
দেখতে পায় গো সেই জনা,
পাকপাঞ্জাতন মুর্শিদ মাওলানা
তোমার প্রেমে ভক্ত দেওয়ানা ।।

মহররমের চাঁদের দিদার
নসিবে কি হয় গো সবার
চাঁদের বুকে চাঁদ ধরেছে
দেখে গো গুনিজনা ।।

ত্রিশুলেও একেতে মিল
দেখতে পায় খুলে মনের খিল,
চাঁদের আলো প্রকাশ করল
মাওলা হোসাইন রাব্বানা ।।

মহররমে শোকের মাতম
চুমে গো হোসাইনের কদম,
ছিল মোহরে অংকিত হৃদয়
সত্য খুঁজে পাবে না।।

মাওলার শোক আমাদের শক্তি
হোসাইনী প্রেম উম্মতের মুক্তি,
দয়াল চরণে সেলিমের চুম্বনও ভক্তি
করি সেন্টু বাবার দয়ার কামনা।।