চিৎকার করে সত্য পাওয়া যায় কি?

চিৎকার করে সত্য পাওয়া যায় কি?

ধর্মের নামে যদি সকাল বিকাল রাতে হুমকির ধ্বনি শোনা যায়,
এটা কি প্রকৃত সত্য, না মিথ্যার প্রলেপ!
চিৎকার করে সত্য পাওয়া যায় কি?

ধর্মের বাণী তো ছিলো শান্তির সুর,
কিন্তু আজ কেন শোনা যায় নিন্দার গরম ঝড়?

হাজার হুঙ্কারের মাঝে, একটাই প্রশ্ন ভেসে আসে,
অভ্যন্তরের আলো কোথায় হারিয়ে যায়, সেই উত্তর কেউ দেয় না।
অজানা সত্য, অন্ধকারের দেয়ালে কী লেখা আছে?
যার মাঝে হিংসা, সন্ত্রাস আর বিষাদের ছায়া ঝুলে আছে।

তবে কি সত্যিই শয়তান এই ভোরে জন্ম নেয়,
অথবা ঈশ্বরের বাণী ভুলভাবে প্রচারিত হয়?
ধর্মের নামে যদি বেদনা বাঁধে,
তাহলে আমরা কোথায় যাবো, কোন পথে হাঁটবো, অন্ধকারে?

যে পথ রক্ষাকারী, সে যদি পথভ্রষ্ট হয়ে যায়,
তাহলে কি আমাদের ভালোবাসার অর্থ হারিয়ে যাবে?
অথবা এ ধরায় শুধু যুদ্ধ, ঘৃণা আর বিদ্বেষ ছড়াবে,
যতদিন না আমরা শান্তি ও সাদৃশ্য ফিরে পাবো?

আত্মবিশ্বাসে যদি সঠিক পথে চলি,
তাহলে কি আমরা জীবনের প্রকৃত রূপ খুঁজে পাবো?
ধর্মের নামেই যদি হিংসা আমাদের দুঃখ দেয়,
তাহলে কি শান্তির বাণী আবার ফিরে আসবে?

— ফরহাদ ইবনে রেহান

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel