জশনে জুলুস (আধ্যাত্মিক কবিতা)
জশনে জুলুস
_অয়ন সাঈদ
চিদাকাশে জেগে ওঠে-
সে উজ্জ্বল হাত মোবারক আমাকে দেখাও
চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে!
যার উজ্জ্বল মুখমন্ডল দেখলে
ইউসুফের সৌন্দর্য ম্লান হয়ে যায়
যার ঠোঁটস্পর্শে-জল প্রাণ প্রাচুর্যে-
চমকায়, যার আগমনের উছিলায়
রবিউল আউয়ালের চাঁদ সকল চাঁদের সেরা
যার উম্মতযাপন খাহেশ-ই আম্বিয়া
তাঁর আগমনে- গাহি, জশনে জুলুস
ঘরে ঘরে আজ ঈদে মিলাদুন্নবী।