হোমপেজ আধ্যাত্মিক কবিতা জন্মই আমার আজন্ম তকদীর (আধ্যাত্মিক কবিতা)

জন্মই আমার আজন্ম তকদীর (আধ্যাত্মিক কবিতা)

জন্মই আমার আজন্ম তকদীর (আধ্যাত্মিক কবিতা)

“জন্মই আমার আজন্ম তকদীর”
– মেহেদী হাসান স্বাগত

জন্মই আমার আজন্ম তকদীর
লিখেছেন কোনো কবি
এই বাণীটি স্মরণ রেখে
অধম আমি কিছু ভাবি।
এতো বড় সত্য কথা
কয়জনে কও বোঝে।
বাপ দাদার ধর্ম নিয়ে,
আল্লাওয়ালা সাঁজে।

হিন্দুর ঘরে নিলে জন্ম
হিন্দু বলো তাকে,
মুসলিম ঘরে আসলে পরে
মুসলমান বলে ডাকে,
জন্মো থেকে হয় কি মুসলিম?
হয় কি বৈদ্ধ খ্রিষ্টান?

মা বাবা আমদ করে
সন্তান রাখে নাম।
ধর্ম বাপু দীলের বিষয়
অর্জন করিতে হয়,
জূব্বা টুপি পাগড়ী পড়লেই
মুসলিম নাহি কয়।
টুপী জূব্বা পাগড়ী ছিল
এজিদ আর মারোয়ানের,
তাই বলে কি মুসলিম তারা?
কাফের বলে তাদের।

মুসলিম ছিল ছাহাবা জাবের
ছিল আশেক বেলাল,
আশেকে রাসুল ছিল গো তারা
নেই গো কোন ভ্যাজাল।

তুমি আমি আজ মুসলিম বলে
নিজেকে জাহির করি
ভিন্ন মতের কাউকে পেলেই
শুরু করি বাড়াবাড়ি,
নবীর শিক্ষা ছিল গো খোদার
বিনয়ের ভাব খানি
বিনয় দেখেই মুসলিম হলো
কতো শত নর নারী।।

আজকে মোদের নেই গো বিনয়
আছে শুধু অহমিকা
নিজের গৌরব নিজেই করি
দেখিয়ে মোরা পণ্ডিত্বের শিখা
তোমার কর্ম তুমি করো ভাই
হিন্দু করে তার
তবে কেন তুমি গালি দেও তাদের
দেখিয়ে হাদিস কোরান।

এই কি ছিল নবীর শিক্ষা
অন্যকে ছোট করা..?
ধর্ম-বর্ণ মুছিলো “খাজা”
দেখিছে বিশ্বজোরা

ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয় দেখ আজমীরেতে
কাঠ মোল্লার ফতুয়াতে বাংলাদেশটা ভরা
অধম স্বাগত আজ বলে ভেবে
বুঝিস না কেন তোরা,
বুঝবি ঠিকই একদিন তোরা
পরবি যেদিন মারা,
জন্মের পরে দেখো তোমার
মসজিদে যায় পিতা
হিন্দুর ছেলে দেখে গো ভাই
বাবা মায় পড়ে গীতা।

জন্ম তোমার মুসলিম ঘরে
তাইতে তোমার ইসলাম গলে,
বুদ্ধের ঘোরে আসলে পড়ে
লোকে তোমায় বৈদ্ধ বলে,
আসলেই কী তুমি তা?
গভীর ভাবে ভেবে বলো দেখি
ধর্ম তোমার কোনটা?