আমি নেই, কেবল তুমিই (প্রেম ও আত্মসমর্পণ)
একজন প্রেমিক তাঁর প্রিয়তমের দরজায় এসে দাঁড়ালেন। দরজায় টোকা দিতেই ভেতর থেকে প্রশ্ন ভেসে এল:-
“কে ওখানে?”
তিনি বললেন-
“আমি-তোমার প্রেমিক।”
ভেতর থেকে উত্তর এলো,
“এই ঘর খুবই ছোট,
দুজনের জায়গা নেই।
ফিরে যাও।
যখন তোমার ভিতরের ‘আমি’ আর থাকবে না, তখন এসো।
এই প্রেম কেবল একজনকে ধারণ করতে পারে।”
প্রেমিক বনে চলে গেলেন। তারপর একাকীত্ব হয়ে প্রভুর নিকট প্রার্থনা করতে লাগলেন- “হে প্রভু তুমি আমার আমিত্ব বিলীন করে দাও।” বহু দিন-রজনী, মাস ও বছর পার হয়ে যায়, তারপর তিনি একজন তপস্বী হয়ে ওঠেন এবং একদিন তিনি আবার প্রিয়তমের দরজার কাছে ফিরে আসেন।
আবার দরজায় টোকা দিলেন।
ভেতর থেকে সেই একই প্রশ্ন:
“কে ওখানে?”
প্রেমিক বললেন,
“এখন আর আমি নেই… কেবল তুমিই।”
এইবার দরজা খুলে গেল। কারণ প্রেমের ঘরে এখন কেবল প্রেমই আছে।
– জালাল উদ্দীন রুমি।