মুর্শিদের জাত, আল্লাহর জাত (আধ্যাত্মিক কালাম)

মুর্শিদের জাত, আল্লাহর জাত (আধ্যাত্মিক কালাম)

মুর্শিদের জাত আল্লাহর জাত
– সেখ আমির উদ্দিন

আমার পীর আল্লাহ ওয়ালারে
আমার পীর আল্লাহ ওয়ালারে।।

পীর পারস্তি হক পারস্তি
স্বয়ং আমির খসরু কয়
দেখে নিল সে রব-রাসূল
মুর্শিদ যার গো সহায়।।

মুর্শিদের জাত আল্লাহর জাত
ওই জাত, জাতে রাসূলুল্লাহ
জাত মাঝেই গোপন সিফাত
যারা চিনিলো কালামুল্লাহ।।

আহাদ গোপন,আহাম্মদ গোপন
মুহাম্মদ ও রয় গোপনে
গোপনে রয় গোপনের খবর
জানে শুধু মুর্শিদ মহাজনে।।

গোপনকে গোপনে রেখে
করে যে জন লালন
তাহার ওই গুল বাগিচায়
ফোটে পুষ্পে পাঞ্জাতন।।

অধম আমির উদ্দিন নসিব করে
এমন মুর্শিদ পেলো
ভেদের পর্দা তুলে
মুর্শিদ সব রহস্য বলে দিল।।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel