হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) মরমী কবি হাসন রাজার বাণী ও কালাম।

মরমী কবি হাসন রাজার বাণী ও কালাম।

মরমী কবি হাসন রাজার বাণী ও কালাম।

“লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।”

“হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে, বন্ধু বিনে হাসন রাজা অন্য নাহি মানে।”

“আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে, আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে, আরে দিলের চক্ষে চাহিয়া দেখ বন্ধুয়ার স্বরূপ রে।”

মরমী কবি হাসন রাজার বাণী

“ও যৌবন ঘুমেরই স্বপন, সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন।”

“আমি না লইলাম আল্লাজির নাম। না কইলাম তার কাম। বৃথা কাজে হাছন রাজায় দিন খুয়াইলাম। ভবের কাজে মত্ত হইয়া দিন গেল বইয়া। আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া। নাম লইব… নাম লইব করিয়া আয়ু হইল শেষ। এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ।”

“স্ত্রী হইল পায়ের বেড়ি পুত্র হইল খিল। কেমনে করিবে হাসন বন্ধের সনে মিল।”

“আমি যাইমুরে যাইমু, আল্লার সঙ্গে, হাসন রাজায় আল্লা বিনে কিছু নাহি মাঙ্গে।”

“আইসো প্রেম নগরি কুলে, তোমার লাগি প্রাণ জ্বলে, প্রেমেরো বিধাতা রে।”

“ভাবিয়া দেখ তোর মন, মাটির সারিন্দা রে তোর বাজায় কোন জন। উস্তাদে শিখায় দিলা মুর্শিদ প্রাণের ধন, মুর্শিদে শিখায়া দিলা রাসুল প্রাণের ধন, ভাবিয়া দেখ তোর মন মাটির সারিন্দা রে তোর বাজায় কোন জন।।”

“রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে। মজিয়াছি রে, আমি ডুবিয়াছি রে। আরশি পড়শী যাই চল, যাইমু বন্ধের সনে রে।”