আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-১২)
১১১/ প্রেমিক যা বলে তাহা প্রেমের জ্ঞান দ্বারা বলে যা শুধুই প্রেমিক অনুধাবন করতে সক্ষম হয়, পাঠ্যবই জ্ঞানে জ্ঞানীরা নয়।
১১২/ প্রেমের মাহাত্ম্য না বুঝে প্রেম করা আর নিজেকে নিজে ধংস করা সমান কথা। যে মাওলার প্রেমে পরল সে সমগ্র সৃষ্টিকে প্রেম আলিঙ্গন করল বুঝতে হলে নিরব থাকতে হয় কারণ নিরবতার মাঝে হকের দর্শন হয়।
১১৩/ শিক্ষা অর্জন কর নিরক্ষরতা দূর করার জন্য অহংকারী হবার জন্য নয়। কলম ধর সত্য কথা লিখার জন্য, কলম ব্যবহার মিথ্যার জন্য নয়।
১১৪/ দুনিয়ায় যার রবে যেই নেশা, ওই কারণে হবে তার ফিরে আসা ।
১১৫/ আল্লাহ হচ্ছে জমিন আর এই জমিনের বুকে ফসল হচ্ছে দয়াল নবীজি (আঃ) এবং আকাশ হচ্ছে তাদের দুই জনের ভালবাসার ছায়া, এই ভালোবাসার ছায়া তলে সবাই শান্তিতে থাকুন ভালোবাসা দিয়ে প্রেমময় মাওলাকে ডাকুন।
১১৬/ দয়াল, আল্লাহ, গড, ভগবান,ঈশ্বর এই উচ্চারণ গুলো জাতিগত ভাবে পার্থক্য থাকলেও সার্বজনীন হয় ব্যাক্তিগত নয়, তাহাদের প্রেমিকের প্রেমটাও ব্যাক্তিগত নয় সার্বজনীন হয়।।
১১৭/ ইমানের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তার মূল অবকাঠামো হচ্ছে বিশ্বাস এবং তা জবান আর কর্মের মাধ্যমে প্রকাশিত হয় তাই জবানের অপব্যবহার করা এবং নিজেকে নিজেই কুড়াল মারা সমান বিষয় ।।
১১৮/ জীবের, গুরুর গুরুত্বই তার জন্য অমরত্ব, যে দিবে না গুরুত্ব তার থাকবেনা মহত্ব ।।
১১৯/ দেশ, কাল, পাত্র ভেদে প্রেমের ভাষাই পৃথিবীর সব চাইতে সুন্দর ভাষা, যে ভাষা দিয়ে নবী/রসুল/ওলীগন গন শান্তি প্রতিষ্ঠা করে গেছেন।।
১২০/ পাগল মন, সর্বক্ষণ দয়ালের দয়ার কামনায় ডুবে থাকো, বলা যায় না কখন কোন রূপে মালিক হাজির হয়।
— ফকির সেলিম কাদেরী