সূফিগণের পরিচয় সম্পর্কে প্রসিদ্ধ কয়েকজন ওলির বাণী।
“সূফি তিনিই যার নিকট জাহের ও বাতেন (গায়েব) পরিষ্কার” [বড় পীর আব্দুল কাদির জিলানী (রহঃ)]
“দরবেশের শান সেটাই যার ঘর থেকে কেউ খালি হাতে ফেরে না।” [খাজা মঈনুদ্দিন চিশতি (রহঃ)]
“মানুষ ফকীরী ও দরবেশীর যোগ্য তখনই হয় যখন তার এই অস্থায়ী জগতের কোন কিছু অবশিষ্ট না থাকে।” [খাজা মঈনুদ্দিন চিশতি (রহঃ)]
“তারাই অলী আল্লাহ যাদের কে দেখলে খোদার কথা স্মরণ হয়।” [হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ)]”
“যিনি অন্ধকার হতে আলোর দিকে এগিয়ে যাবার পথ দেখান তিনি’ই গুরু(পীর)।” [খাজাবাবা ফরিদপুরী (রহঃ)
নবী করীম (সা:) ইরশাদ করেন:-
“নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জিকিরের চাবি,যখনই তাদের দিকে তাকানো হয় তখন আল্লাহর জিকির হয়।”
[তাবরানী-মুজামুল কাবীর, হাদিস নং ১০৪৭৬; বায়হাকী-শুআবুল ইমান, হাদিস নং ৪৯৯]
মূলকথাঃ ওলী-আউলিয়া হলেন তারাই যাদের দেখলে আল্লাহর কথা স্মরন হয়, যাদের সান্ন্যিদ্দ্যে আসলে দুনিয়ার প্রতি মায়া মমতা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে।