আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৪)
৩১/ আপন মুর্শিদের কাছ থেকে নাও, আর পুরো বিশ্বে ছরিয়ে দাও ভালোবাসা, আর সমস্ত বিশ্ব থেকে নাও মুর্শিদের চরণে সুপে দাও দুনিয়াবী সকল মিছে আশা৷
৩২/ পানি যেমন তার নিজস্ব গতি নিয়ে পথ তৈরি করে নেয় অন্যের পথে বাধা হয় না, ঠিক তেমন করে তুমিও গুরু কর্ম নিষ্ঠার সাথে সম্পন্ন করে জীবন কে এগিয়ে নিয়ে যাও অন্যের পথে বাধা হইও না৷
৩৩/ প্রিয় তুমি প্রতিটি মানুষের হৃদয়ে মিশে আছো ঠিক যেমন তুমি প্রাকৃতিক সৌন্দর্যের পিছনে অদৃশ্য হয়ে আছো, তোমার অবস্থান সর্বময় কিন্তু আমরা অন্ধ বলে তা দেখিতে পাইনা৷
৩৪/ পাকপাঞ্জতন এমন এক প্রেমের বৃক্ষ যার গোরা শয়ং গুরু আর আগায় পঞ্চরসিক, গোরায় জল ঢালিলে পঞ্চরসিক সেই জল করে ভক্ষন তখন তোমাতে হবে প্রেমের শুরু৷
৩৫/ একটি পুস্প কানুন দেখিতে কতই না সুন্দর ঝকঝকে দেখা যায়, কিন্তু এর পিছনেও একজন মালির পরিশ্রম রয়েছে, ঠিক তেমন করে মনের বাগানও ঝকঝকে ও সুন্দর করা যায় যদি তুমি গুরুর দেয়া ভালোবাসার বিজ লাগিয়ে সেখানে মালি হয়ে যাও৷
৩৬/ পৃথিবীর সবচেয়ে সু-মিষ্টি ফল খেজুর আর এই খেজুর পর্যন্ত পৌঁছাতে কোন একজন ব্যক্তির সহায়তায় যেমন কাটা গুলো পরিস্কার করে নিতে হয়, প্রত্যেক মানুষের ভিতরে ই একজন সু মিষ্টি মানুষ ঘুমিয়ে আছে তার কাছে পৌঁছাতে হলে বাধা নামক কাটা গুলো গুরুর সহায়তা নিয়ে তা পরিস্কার করে ধিরে ধিরে তার কাছে যেতে হয়৷
৩৭/ হাওয়া, রোদ আর বৃষ্টির পানি দ্বারা মাটির তৃপ্ততা আসে কিন্তু ভালো ফসল আসেনা একজন মানুষের ভালোবাসার স্পর্শ ছাড়া, তেমনই প্রকৃতিক সমস্ত গুনা বলি মানুষের মাঝে রয়েছে তাই বলে কি আমরা মানুষ? হাজার চেস্টা করেও একা একা মানুষ হওয়া যায় না একজন কামেল মুর্শিদের ভালোবাসা ছাড়া৷
৩৮/ প্রতিটি জ্ঞানী মনিষীর বানিতে আছে আল্লাহ রাসুলের প্রেমের ভাব প্রকাশ যা দেখে মুর্শিদ ধরা নব্য প্রেমিকগন আরও উৎসাহিত হয়, যা সাধারণ কেউ বুঝবেনা, আর তা বুঝতে হলে প্রথমে তাকে কামেল মুর্শিদ ধরে তার নির্দেশ অনুযায়ী কর্ম করার পর দয়ালের দয়ায় যদি সে জ্ঞান প্রাপ্ত হয় তখন তার বুঝে আসবে৷
৩৯/ বিশ্বাস অর্জন করা খুব কঠিন ব্যাপার তা ভাঙার জন্য একটি ভুলই যথেষ্ট, বিশ্বাস অর্জন করতে হয় প্রেম দিয়ে আর ভেঙে যায় সার্থের কারণে, নিঃস্বার্থ হীনতায় বিশ্বাসের বন্ধন অটুট৷
৪০/ বিশ্বাস যদি কচু পাতায় থাকা পানির মত হয়, সেখানে কোন প্রেম নয়, শুধুই কাজ করে ভয় আর ভয়, আর সেখানেই হবে পরাজয় ৷
— ফকির সেলিম কাদেরী