মনসুর সাধকের একটা গানের অংশ!
পরম থাকেন নিরাকারে,
খেলেন খেলা নিরেতে,
জীবাত্মা জীবিত থাকে
পরমত্মার জোড়েতে,
আবার আদি সত্য পরম যিনি
জীব দেহ চালাচ্ছেন তিনি,
আবার জন্ম মৃত্যু নাম ধরিয়া
চালাইছেন কোন কারবার-
আমি বুঝলাম না ব্যাপার!
কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার!
ওরে মানুষ মরলে,
বিচার হবে কার?
আমি বুঝলাম না ব্যাপার!