আশেকে রাসূল মাশুকে এলাহী সূফি সাধক কাজী নজরুলের আধ্যাত্মিক কবিতা

আশেকে রাসূল মাশুকে এলাহী সূফি সাধক কাজী নজরুলের আধ্যাত্মিক কবিতা

খোদার প্রেমের শারাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে দুনিয়াদারীর শেষে আমার নামাজ রোজার বদলাতে/চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজাত করে।

আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আরশ কুর্শী লওহ্ কালাম না চাইতেই পেয়েছে সে রসুল নামের রশি ধরে/যেতে হবে খোদার ঘরে, নদী-তরঙ্গে যে পড়েছে ভাই/দরিয়াতে সে আপনি মেশে।

তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কী পাওয়া যায় দেখ্ না বারেক হজরতে মোর ভালোবাসী; এই দুনিয়া দিবা-রাতি/ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস্ তাই পাবি হেথায়/আহমদ চান যদি হেসে।

আমার মোহাম্মদের নামের ধেয়ান/হৃদয়ে যার রয় খোদার সাথে হয়েছে তার/গোপন পরিচয়। ঐ নামে যে ডুবে আছে/নাই দুখ শোক তাহার কাছে (ঐ) নামের প্রেমে দুনিয়াকে সে/দেখে প্রেমময়।। যে খোশ্-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে, জেনেছে সে কোরান হাদিস ফেকা এক নিমেষে। মোর নবিজির বর-মালা/করেছে যার হৃদয় আলা, বেহেশতের সে আশ্ রাখে না/ (তার) নাই দোজখে ভয়।।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel