হোমপেজ বাণী ও উপদেশ সৈয়দ মোতাছিম বিল্লাহ(সম্পদ) সুলতানপুরীর বাণী: পর্ব-১

সৈয়দ মোতাছিম বিল্লাহ(সম্পদ) সুলতানপুরীর বাণী: পর্ব-১

351

সৈয়দ মোতাছিম বিল্লাহ(সম্পদ) সুলতানপুরীর বাণী: পর্ব-১

আউলাদে রাসুল দঃ, ইমামে ত্বরিকত শাহসূফি সৈয়দ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (জন্ম: ০১ ডিসেম্বর ১৯৭৬) সাজ্জাদানশীন, সাতগাছিয়া দরবার শরীফ। পটিয়া, চট্রগ্রাম।

১.
সুন্দর মন, প্রেমময় মন, সুন্দর চরিত্র, অদম্য ধৈর্য্য শক্তি, আদব শিক্ষা, জ্ঞান এবং ধ্যানের মাধ্যমে মালিককে তালাশ কর।

২.
হে মুরিদ! গোমরাহীর সাগরের তরী হতে রক্ষার জন্য, আহলে বায়তের রশ্মি আঁকড়ে ধর, কেননা ইহাই পবিত্র কোরআনের নির্দেশ।

৩.
ফকিরী প্রকাশের কিছু নয়। তা দাসত্বের শিকলে আবদ্ধ থাকা আল্লাহর আজ্ঞাবহ একজন দাশ মাত্র।

সৈয়দ মোতাছিম বিল্লাহ(সম্পদ) সুলতানপুরীর বাণী: পর্ব-১

৪.
আমি ঈমাম ধরেছি শিখতে, শেখাতে নয়। আমি তাঁর কাছে যাই নিজেকে বিকিয়ে দিতে, নিতে নয়। আমি আমিত্তের খোলস ছাড়াতে তাঁর প্রেমে মশগুল তাই আমি আমার নই।আমি কোথায় যাব তা আমার জানার বিষয় নয়, আমার কাজ মুর্শীদের পথ ধরে চলা। তাঁর কদম ধূলি বনতে পারাই আমার লক্ষ।

 

৫.
আলী (আঃ) হচ্ছে, আল্লাহ, আল্লাহর রাসুল দঃ এবং মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি কর্নেওয়ালা সেতু।

৬.
এই পৃথিবীতে ঈমান ঠিক রাখা বড়ই কঠিন, এর চাইতে বড় কঠিন হচ্ছে- প্রেম ঠিক রাখা। এই দুইটি বিষয় ঠিক রাখা বড়ই কঠিন ব্যাপার।

৭.
হে মুরিদ! আল্লাহর পথের পথিক,আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট যে রিজিক এসেছে তাতে সন্তুষ্ট থাক। যা আসেনি তার জন্য লোভ করোনা। অল্পতেই সন্তুষ্ট থাক। অধিকাংশ মানুষই লোভের ফলে কেয়ামতের ময়দানে লজ্জিত হবে।

৮.
এজিদের কোন ধর্ম নেই আছে কেবল দল।তার সাজানো কোন নীতি নেই আছে কেবল দুর্নীতি।এমন লোকই তার অনুসারি,আছে দুনিয়ায় ভূরি ভূরি।

সৈয়দ মোতাছিম বিল্লাহ(সম্পদ) সুলতানপুরীর বাণী: পর্ব-১

৯.
একজন পীরের কাজ হচ্ছে মুরিদের অন্তর থেকে দুনিয়াদারীর লোভ-লালসা বের করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দেয়া।

১০.
নফ্সে আম্মারাকে দমন করে নফ্সে কামিলিয়াত হাসিলের মাধ্যমে আল্লাহ ও তার হাবীবের সন্তুষ্টি অর্জন সম্ভব।।

১১.
একজন মানুষের অন্তরে কখনো ভালোবাসা এবং ঘৃণা দুটোই একসাথে থাকতে পারে না।

১২.
কোন মানুষের স্বর্ণ, রুপা থাকলে যেমন সেগুলো গোপনে লুকিয়ে রাখে, ঠিক তেমনি কোন ওলী-আউলিয়ার বেলায়ত থাকলে সেগুলো তাঁরা লুকানোর চেষ্টা করেন এবং লুকিয়ে রাখেন। আর যারা নিজেকে জাহের করে তারা রিয়াকার। তাদের কোন বেলায়ত নেই বললেও চলে। কারণ, রিয়াকারিদের ইবাদত আল্লাহ পাক কবুল করেন না।