ইমাম মাহাদী (আঃ)-এর আবির্ভাব নিয়ে খাজা ফরিদপুরীর নসিহত।
আল্লাহর তরফ হইতে যে ইঙ্গিত জামানার ওলী-আল্লাহগণ লাভ করিতেছেন, তাহাতে বুঝা যায়, হযরত ইমাম মেহেদী (আঃ)- এর আবির্ভাবের সময় আসন্ন।
শতাব্দীর পর শতাব্দী ধরিয়া আল্লাহওয়ালা কামেলগণ অত্যাচারিত হইতেছেন। কিন্তু আর নয়। এবার হইতে প্রতিশোধের পালা। প্রতিশোধ গ্রহণ করিবেন রাসুলে পাক (সঃ) এর বংশধর, এলমের দরিয়া, আখেরী ইমাম, মারেফাতের সূর্য হযরত ইমাম মেহেদী (আঃ)-তাঁহার আবিভাব হইবে হযরত মুজাদ্দেদ আলফেছানী (রঃ) ছাহেবের সত্য তরিকায়।
তাঁহার এক হাতে থাকিবে কোরআন, আর এক হাতে থাকিবে তলোয়ার। তাই তোমরা যদি আল্লাহতায়ালার নৈকট্য লাভ করিয়া আদর্শ মানুষ হইতে চাও, হযরত ইমাম মেহেদী (আঃ) এর আশ্রয় পাইয়া বর্তমান জমানার আত্যাসন্ন কঠিন মুসিবত হইতে বাঁচিতে চাও, তবে দয়াল পীর কেবলাজানের আদর্শ আঁকড়াইয়া ধর। হযরত পীর কেবলাজানের আদর্শে প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হও।
তথ্য সূত্রঃ বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (রহঃ) এর পবিত্র নসীহত শরীফ (নসীহত নং- ৪৬, ৫০, ৯৫)।