খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী ছাহেবের মূল্যবান কিছু বাণী

খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী ছাহেবের মূল্যবান কিছু বাণী

(১)
“আদ্ধাতিকতার সর্বোচ্চ মাকাম হলো ইসলাম, মনোষ্যসেবা এবং মানবতা সবকিছুই ইসলামের ভিতরে।”

(২)
“শুধু পোষাক পড়লেই আর কিতাব হাতে নিলেই ধার্মিক হওয়া যাবেনা, আলোকিত হওয়া যাবেনা, কিতাবের আলো প্রজ্জ্বলিত করা যাবেনা, বইয়ের আলো প্রজ্জ্বলিত করা যাবেনা, জ্ঞানের আলোও প্রজ্জ্বলিত করা যাবেনা।”

(৩)
“মুয়াবিয়াকে যারা রাদ্বিআনহু এবং এজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলে তাদেরকে আমি মুসলমান মনে করিনা।”

(৪)
“একটু একটু করে আল্লাহর সাথে বেয়াদবী ও নাফরমানি করতে করতে সাহস বাড়ে। পরে দুঃসাহসী হয়ে উঠে। এভাবেই ইবলিশ শয়তান তৈরি হয়েছে। এভাবেই রাসূলে পাক (সাঃ) এর আনুগত্যের বিরোধীতা করতে করতে এজিদ তৈরি হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার প্রতি বেঈমানি করতে করতে মীর জাফর তৈরি হয়েছে। এখন আপন মুর্শীদের পবিত্র আদর্শের সমালোচনা করতে করতে একদল ভংয়কর মোনাফেক তৈরি হয়েছে।”

(৫)
“শুধু বিশ্বাসী হলেই চলবে না এর সাথে সাথে কর্মে সে বিশ্বাসের যথাযথ প্রতিফলন ঘটাতে হবে।”

(৬)
“মরীচিকার পিছনে আমরা পাগল হয়ে ছুটি। তখন আপন মুর্শিদ ও রাসুলে পাক (সাঃ) এর কথা ভুলে যাই। তখন যা খুশী তাই করি। নিজ স্বার্থ উদ্ধারে যত ধরনের অনৈতিকতা ও অমানবিকতা আছে তা অবলম্বন করি। এভাবে তো সত্য ও সুন্দরের পথের সন্ধান পাওয়া যাবে না।”

(৭)
“তামাম বিশ্ব আজ দুই অক্ষে ভাগ হয়ে গেছে। একটি ধনবাদী বা সাম্রাজ্যবাদী শক্তি, অপরটি সমাজতান্ত্রিক শক্তি। “

(৮)
“প্রকৃত ইসলামের শ্বাশত মহিমার অপূর্ব মহাসন্মেলন। উরস শরীফ নৈতিক ও মানবিক উৎকর্ষ সাধনের দিকে মানুষকে উজ্জীবিত করে। শান্তি ও অগ্রগতির পথের দিশা দান করে।”

(৯)
“ভিতরে যদি মুক্তা না থাকে, তাহলে ঝিনুকের দুই পয়সা দাম নেই, তেমনি মানুষ যদি মানুষ না হয় তারও মূল্য নেই, সে পশুর চাইতেও নিকৃষ্ট।”

(১০)
নীতি-নৈতিকতা হারিয়ে মানুষ সীমাহীন পর্যায়ে উপনীত হয়েছে। মানুষের মাঝে মিথ্যাচার, বেঈমানী, মুনাফেকি, শঠতা আজ সীমাহীন পর্যায়ে। প্রত্যেক অনু-পরমানুর বিচার হবে। যা সত্য; তা সত্য। যা প্রতিষ্ঠিত; তা প্রতিষ্ঠিত। যে বিজয় নির্ধারিত; তা হবেই।

(১১)
মহামারী ও মহাদুর্যোগে মানুষের আতঙ্কিত হওয়ার কথা; কিন্তু মানুষ আতঙ্কিত নয়। দুনিয়ার লোভ-লালসা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে, প্রেম হারিয়ে গেছে, মানুষ অমানুষে রূপান্তরিত হয়েছে; মানুষ আজ মানুষ হত্যা করে আনন্দ-উল্লাস করে। এমন জাতি আল্লাহ পাক চান না। এ পৃথিবীতে দুটি পথ- একটি ওলী-আল্লাহগণের পথ, আরেকটি শয়তানের পথ।

-পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী (মহামান্য চেয়ারম্যান জাকের পার্টি)

আরো পড়ুন:

পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী
জাকের পার্টি – Zaker Party
জাকের পার্টি প্রতিষ্ঠা ও মূলনীতি

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel