আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৮)
৭১/ সু-কৌশল অবলম্বন করে চলাটাই উত্তম দুনিয়ার ক্ষেত্রে, তাহলে দুনিয়ার কু-কৌশলে তোমাকে পরতে হবে না।
৭২/ দুঃখ এমন কেউ হতাসায় ডুবে যায় আবার এর মাঝে কেউ পরিপক্বতা হবার চাবিকাঠি খুঁজে পায়।
৭৩/ ভুবনের যে রহস্য নিয়ে তুমি বেস্ত আছো অথচ জানোনা তুমি নিজেই এক রহস্য, যে দিন নিজের রহস্য উন্মোচন করতে সক্ষম হবে সে দিন সকল রহস্যই উন্মোচিত হয়ে যাবে।
৭৪/ আমিত্বের বাধা অতিক্রম ব্যাতিত আত্ম উপলব্ধি করা যায় না।
৭৫/ এই জীবন হচ্ছে একটা পেয়ালা, মাওলার এস্ক হচ্ছে সরাব, যতক্ষণ সেই এস্ক না হবে সে পেয়ালার কোন মূল্য নেই।
৭৬/ দুনিয়ায় মোহের টান মায়ার বান, সাধনার পথে বিড়াট বাধা এর থেকে মন শুন্যতায় আনতে পারলে কামিয়াব হবে।
৭৭/হাজার কথার এক কথা, মুর্শিদ কর্মহীন সকল বৃথা৷
৭৮/ ভজন আর পুজন সমন্বয় রয়েছে আত্মার আত্ম সংশোধন ৷
৭৯/ একমাত্র দয়াল প্রেমেই মানুষের মনুষ্যত্ব বোধ জাগরিত, পরিস্ফুটিত ৷ বাহ্যিক প্রেমে স্বার্থপরতা নিখুঁত ভাবে লুকাইত৷
৮০/ গুরু পদে প্রেমো ভক্তি ব্যাতিত আপন সত্তা জাগ্রত হয় না৷
— ফকির সেলিম কাদেরী
আধ্যাত্মিক বাণী- (সব পর্ব দেখুন)