
লোকমান হাকিমের ঈর্শ্বান্বিত ব্যাক্তির দোষ সম্পর্কে বাণী
হযরত লোকমান হাকিম (আঃ) বলেন- একজন ঈর্শ্বান্বিত ব্যাক্তির তিনটি বিশেষ দোষ থাকে:-
১/
সে তার সঙ্গীকে নিয়ে বাজে কথা বলে
যখন সে (সঙ্গী) অনুপস্থিত।
২/
সে তার সঙ্গীকে নিয়ে হাসাহাসি করে
যখন সঙ্গী উপস্থিত।
৩/
তার সঙ্গী যখন বিপদে পড়ে,
তা দেখে তার অন্তরে সুখ অনুভূত হয়।
– লোকমান হাকিম (আঃ)