হোমপেজ বাণী ও উপদেশ জোহর আলী শাহান শাহ এর উপদেশ: ১

জোহর আলী শাহান শাহ এর উপদেশ: ১

379
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

জোহর আলী শাহান শাহ এর উপদেশ: ১

উপদেশ: ১

“দেখ মানুষ, পশুপাখি,  কীটপতঙ্গ প্রভৃতি বিশ্বের প্রতিটি প্রাণীই মাত্র একটি জিনিস চায়। মাত্র একটি জিনিসের আকাঙ্ক্ষায় জগতে যত কিছু সুকাজ ও কুকাজ করছে। ওরে, সে একটি জিনিসের জন্য কেউ দয়ালের চিন্তা করছে, দয়ালের জন্য কাঁদছে নাম জপ করছে সাধ্যমত সৎ কাজ করছে। আবার কেউ হয়তো সে জিনিসটি পাওয়ার আশায় চুরি ডাকাতি খুন করছে। কামুক কামের সেবা করে, হিংসুক হিংসা করে, অহংকারী অহংকার করে, ব্যবসায়ী ব্যবসা করে, সাধু সৎ কাজ করে, কুলোক কুকাজ করে মাত্র সে জিনিসের আশায়। সেইটি হলো শান্তি। সবাই চায় শুধু শান্তি একটু ভালো করে তলিয়ে দেখলে দেখবি জগতে যা কিছু করছে শুধু একমাত্র শান্তি পাওয়ার আশায় একমাত্র পূর্ণ শান্তি পাওয়াই প্রত্যেকের প্রতিটি কাজের মূল উদ্দেশ্য।

পূর্ণ শান্তি পায় কয় জনরে? কেমন করে পাবে? মধুর আশায় ভীংগোলের বাসায় গেলে মধু তো পাওয়া যায় না বরং ভীংগোলকের হুলের জ্বালায় কাঁদতে হয়। ভুল পথে শান্তি খুজলে অশান্তিই সার হয়। যারা পূর্ণ শান্তির অমৃত পেয়ে জীবন্মুক্ত হয়েছেন, তাদের চরণে আশ্রয় নিলে তবে তো শান্তির পথ খুজে পাবে। মনে রাখবি যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। পূর্ণ শান্তিময় দয়ালের চিন্তা করলে, তবে তো শান্তি পাবি। হৈ হৈ রৈ রৈ করে ঘুরে ফিরলে, আর বাজে কাজ, বাজে চিন্তা করলে কি শান্তি মিলে?”

গ্রুন্থসূত্রঃ “দয়ালের উপদেশ” (ব্রক্ষ্মচারী বেরতী মোহন দাশ)

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে