হোমপেজ বাণী ও উপদেশ সুলতান বাহু (রহঃ) এর বাণী সমূহ।

সুলতান বাহু (রহঃ) এর বাণী সমূহ।

583
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

সুলতান বাহু (রহঃ) এর বাণী সমূহ।

সুলতান বাহু (রহঃ):  (জন্ম:১৬২৮ – মৃত্যু:১৬৯১) তিনি ছিলেন একজন মুসলিম সুফী সাধক, যিনি সারোয়ারী কাদেরী সুফী ধারা প্রবতর্ন করেন, তাছাড়া তিনি অতি উচ্চ পর্যায়ের সাধক ছিলেন। তিনি পাকিস্থানের পাঞ্জাবের সুকসার এর সুন উপকূলে আঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।

১.
আল্লাহর প্রেমিকরা শুধু আল্লাহকে ভালোবাসে। আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসে না। (অকাল-এ-বেদার পৃঃ২৫)

২.
যে ব্যক্তি শয়তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে জাগতিক মোহ গ্রস্ত হয়ে যায় দুনিয়াকে পছন্দ করে দুনিয়াতেই মগ্ন থাকে। (শামসুল আরেফিন পৃঃ১৯৭)

৩.
কোরআনের জ্ঞান আল্লাহর নৈকট্য লাভের জ্ঞান, এ সেই জ্ঞান যার মাধ্যমে নবী করিম (সাঃ) এর গুণাবলি প্রকট হয়। (আমির উল কাউনেন পৃঃ৩৪৭)

৪.
যে ব্যাক্তি আল্লাহ পাকের তাওহীদের সমুদ্রে নিমজ্জিত হয়ে আল্লাহ পাকের নূরকে দেখতে পায় সে আরিফ বিল্লাহ হয়ে যায়। (শামসুল আরেফিন পৃঃ৩৭)

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

৫.
কালেমা দোযখের আগুন থেকে মুক্তির ঢাল। কালেমা তাইয়্যাব এর পবিত্র আমল যা মানুষকে জান্নাতে পৌছায়। (মাহকুল ফকর পৃঃ১১৭)

৬.
ইসম আল্লাহর জাত তোমার পথপ্রদর্শনের জন্য সবসময় তোমার সঙ্গে আছে। আল্লাহ পাকের সাক্ষাত ব্যাতিত অন্য কোন জিনিসের অনুসন্ধান কর না। (নুরুল হুদা পৃঃ৭৯)

৭.
তুমি কি জানো রুহানী জীবন কোথা থেকে পাওয়া যায়? রুহানী এর জীবন সেই লাভ করে যাকে নবী করিম (সাঃ) বায়াত করেন। (নুরুল হুদা পৃঃ৫৪৫)

৮.
যে নুরের অংশ থেকে পুরো জগত সৃষ্টি হয়েছিল আমি সে নুরের হুজুরি লাভ করেছি। (নুরুল হুদা পৃঃ৭৭)

৯.
তসাউর ইসমে আল্লাহর জাতের ইলম হল সেই ইলম যার মধ্যে বাতেন ও মারেফতের সমস্ত ইলম পাওয়া যায় এবং স্পর্শমণি ও জ্ঞানের সমস্ত খাজনা তসাউর ইসমে আল্লাহর জাতের মাধ্যমে প্রকাশিত হয়। (নুরুল হুদা পৃঃ১৬৭)

১০.
আল্লাহর প্রেমিকরা শুধু আল্লাহকে ভালোবাসে। আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসে না। (অকাল-এ-বেদার পৃঃ২৫)

১১.
জিন্দা দিল আউলিয়া কখনো মারা যায় না, আউলিয়াদের জন্য কবর হল হল আল্লাহর সঙ্গে সাক্ষাতের স্থান। (নুরুল হুদা পৃঃ৬৯)