হোমপেজ বাণী ও উপদেশ কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতীর বাণী (পর্ব-১)

কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতীর বাণী (পর্ব-১)

833

কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতীর বাণী (পর্ব-১)

সংক্ষিপ্ত পরিচয়ঃ

হযরত মাওলানা সৈয়দ কুতুবউদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী: কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক নয়-কোষা জমিদার বাড়িতে ১৯৩২ ইং সনের ৪ এপ্রিল জন্ম গ্রহণ করেন। তিনি আমিত্ব বর্জন করে একজন সাধক পরুষ হিসেবে সমাজে পরিচিতি লাভের পাশাপাশি ধর্ম, সমাজ ও রাজনীতি ইত্যাদি বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেন। তাঁর লেখা শতাধিক উর্দু, বাংলা, কাছিদা, গজল, জারিগান, মারসিয়া রয়েছে- সেগুলা আশেকের আত্মার খোরাক হিসেবে সমাদৃত। ৩০ জুলাই ২০১৬ ইং, ১৫ শ্রাবণ ১৪২৩ বাংলা ইহলোক ত্যাগ করেন।

বাণী ও উপদেশঃ

১.
পাক পাঞ্জাতন ও দয়াল নুরের পাঞ্জাতন, পাঞ্জাতনের নাম লইলে বিপদ হয় বারন।

২.
কোরানের স্থানে স্থানে পাঞ্জাতনের বিবরণ, আজব খেলা খেলছেন আল্লা লইয়া পাঞ্জাতন।

৩.
ইয়াজিদি ভাব ছেড়ে দিয়ে ভজরে মন পাঞ্জাতন, পাঞ্জাতন না ভজিলে জীবন যাবে অকারণ।

৪.
পাঞ্জাতনকে পবিত্র করে মহান আল্লাহ সৃষ্টি করে, তাইতো অবিচ্ছিন্ন কোরান আর পাক পাঞ্জাতন।

৫.
পাঞ্জাতন আল্লার পিয়ারা, মানবের মুক্তির ছাহারা পাঞ্জাতনকে ভালোবাসলে স্বার্থক হবে জীবন।

৬.
হুব্বে পাঁচতন (পাক পাঞ্জাতন) ছেড়ে দিয়ে যাও যদি নামাজ পড়িয়ে, হাসরে ইয়াজিদের দলে শামিল হইয়া যাইবায়।

৭.
পাঞ্জাতন গোপনে ছিল, কি কারণে জাহের হইল মানুষ হইয়া কেনরে মন পাঞ্জাতনও চিনলে না।

৮.
পাঞ্জাতনকে নিয়ে আল্লা, খেলছেন তিনি প্রেম খেলা বিশ্বভুবন হইল সৃজন পাঞ্জাতনের উসিলায়।

৯.
ইয়াজিদিগনের ইবাদত, তসবিহ তাহলিল তালাওয়াত সবই তাদের হইল বরবাদ হুব্বে পাঁচতন (পাক পাঞ্জাতন) না থাকায়।

১০.
কুতুব বলে পাইতে যদি চাও পাঞ্জাতন, সর্বপ্রাণে সেব গিয়া মুরশীদের চরণ।

সূত্রঃ আত্মাক খোরাক, সৈয়দ কুতুব উদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতী প্রণীত।

» কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতীর বাণী (আরো পর্ব)

– Asib Miah