কুতুবউদ্দিন আহমদ আল হোসাইনী চিশতীর সংক্ষিপ্ত পরিচয়
হযরত মাওলানা সৈয়দ কুতুবউদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী: কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক নয়-কোষা জমিদার বাড়িতে ১৯৩২ ইং সনের ৪ এপ্রিল জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সৈয়দ আব্দুল হেকীম আল-হোসাইনী (রহঃ) ছিলেন হযরত শাহ জালাল (র.)-এর অন্যতম সফর সঙ্গী হযরত সিপাহসালাহ সৈয়দ নাসির উদ্দিন (র.) এর বংশধর। তিনি হযরত সৈয়দ আমিমুল ইসান (র)-এর নিকট বায়াতে রসুল (সা.) গ্রহন করেন। তিনি আমিত্ব বর্জন করে একজন সাধক পরুষ হিসেবে সমাজে পরিচিতি লাভের পাশাপাশি ধর্ম, সমাজ ও রাজনীতি ইত্যাদি বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেন। তাঁর লেখা শতাধিক উর্দু, বাংলা, কাছিদা, গজল, জারিগান, মারসিয়া রয়েছে- সেগুলা আশেকের আত্মার খোরাক হিসেবে সমাদৃত।
তাঁর লিখা- ‘নেয়ামতে খোদা আহলে বাইতে মুস্তফা’, ‘আত্মার খোরাক’, প্রদীপ এবং ‘সত্যের মানদন্ড ইমাম হোসাইন (আঃ)’ নামক চারটি পুস্তক আকারে প্রকাশিত হয়েছে, যা ইসলামি জ্ঞান পিপাসুদের নিকট ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাকি আরো কয়েকখানা লেখা পুস্তক আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। তাঁর জ্ঞান অর্জনের পিপাসা অপরিসীম। উনার প্রতিষ্ঠিত পাক পাঞ্জাতন পাঠাগারে হাজারের উপরে বিভিন্ন ভাষার কিতাবাদি রয়েছে। তিনি দীর্ঘকাল অষ্টগ্রাম হোসেনিয়া সিনিয়র মাদ্রাসার সহ সভাপতি, ঐতিহ্যবাহী শাহ কুতুব মসজিদ ও মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আল হোসাইনীয়া দরবার শরীফের গদিনেসীন পীর হিসেবে ও বিভিন্ন ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ ও ধর্মের কাজ করে গেছেন।
তিনি গত ৩০ জুলাই ২০১৬ ইং, ১৫ শ্রাবণ ১৪২৩ বাংলা ইহলোক ত্যাগ করেন। প্রতি বৎসর উল্লেখিত তারিখে বাৎসরিক ওরশ মোবারক পালিত হয়।
– Asib Miah