মান আরাফা নাফসাহু ফাক্কাদ আরাফা রাব্বাহু।
রাসূলপাক (সঃ) বলেন-
“মান আরাফা নাফসাহু ফাক্কাদ আরাফা রাব্বাহু।”
অর্থ: যে তার নিজের নফসকে জেনেছে সে তার রবকে জেনেছে।
নফস হচ্ছে প্রাণ শক্তি বা চালিকা শক্তি, ইচ্ছা শক্তি প্রভৃতি। নিজের ইচ্ছা শক্তির সম্পর্কে অবগত হতে পারলে রব(সমগ্র সৃষ্টির প্রভূ) কে চেনা সম্ভব। সর্বোপরি কথা হলো- নিজেকে চেনা-জানার একমাত্র সহজ পথ হলো কামেল মুর্শিদ বা পীরের হাতে বাইয়াত গ্রহণ করা।