মা ফাতিমার বাড়িতে সন্ত্রাসী হামলা।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কিতাব “তারিখে তাবারী” তে হযরত ফাতিমা যাহরা (আঃ) এর বাড়িতে সন্ত্রাসী হামলা।
আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আল তাবারি (২২৪–৩১০ হিজরি; ৮৩৯–৯২৩ খ্রিষ্টাব্দ) ছিলেন মাজানদারানের তাবারিস্তানের আহলে সুন্নাহর একজন খ্যাতনামা ও প্রভাবশালী পারসিয়ান পন্ডিত, ইতিহাসবিদ ও মুফাসসির। ইসলামি বিষয়াদি ও ইতিহাসের উপর তার পান্ডিত্যের কারণে বর্তমানকালেও তিনি সমাদৃত।
তিনি কাব্য, অভিধান, ব্যাকরণ, নীতিশাস্ত্র, গণিত ও চিকিৎসাবিজ্ঞান নিয়েও লিখেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ও পরিচিত কর্ম হল ‘তাফসির আল তাবারি’ এবং তার ঐতিহাসিক গ্রন্থ ‘তারিখ আল রসুল ওয়াল মুলুক’ (ইংরেজিতে “হিস্ট্রি অব দ্য প্রফেটস এন্ড কিংস’’ বলে পরিচিত) যা ‘তারিখ আল তাবারি’ বলেও ডাকা হয়। তিনি তার ইতিহাসের কিতাব “তারিখে তাবারী” তে ইমাম আলী (আঃ) থেকে জোরপূর্বক বাইয়াত আদায় ও আগুন ধরিয়ে দেওয়ার ধমকা-ধমকি পরিষ্কার উল্লেখ করেছেনঃ
“ওমর ইবনুল খাত্তাব হযরত আলী (আঃ) এর ঘরে এসেছিল। তালহা ও জুবায়ের এবং অভিবাসীদের কয়েকজনও বাড়িতে ছিলেন। ওমর চিৎকার করে বললঃ “আল্লাহর শপথ, হয় আপনি বাইয়াত আদায় করতে বেরিয়ে আসুন, না হলে আমি ঘরে আগুন জ্বালিয়ে দেব।”
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কিতাবের সূত্রঃ [তারিখে তাবারী (ইংরেজি) খন্ড- ০৯, পৃষ্ঠাঃ ১৮৬, ১৮৭। / তারিখে তাবারী (আরবি) খন্ড- ০৩, পৃষ্ঠাঃ ২০২। ]
লিখেছেন- স্যার সৈয়দ হোসাইন উল হক। গবেষক, স্টাডিজ অব ইসলামিক হিস্ট্রি, অক্সফোর্ড উনিভার্সিটি, ইংল্যান্ড।