হায় হোসাইন (কারবালার স্মরণে কবিতা)

হায় হোসাইন (কারবালার স্মরণে কবিতা)

হায় হোসাইন
—ফকির সেলিম কাদেরী

হায় হোসাইন হায় হোসাইন
তুমি কলিজার টুকরা,
আপন ভয় ভিতি হিন মস্তক দিয়ে
দেখালে সত্য মিথ্যার রাস্তা৷

নাম ধারি কত মুসলিম ঘুরে দেখি
তারা ইয়াজিদের চেলা,
চর্ম চক্ষু অন্ধ তাদের
হৃদয়ে রয়েছে তালা৷

কারবালার ময়দানে ওই মুসলিম
তাদের চোখ রেখেছিল বন্ধ,
মাত্র ৭২ জন হোসাইন সাথি
জীবন দিয়ে রেখেছে মানদন্ড৷

হোসাইনি সঙ্গী শহীদ জারা
তাদের জানাই প্রেম ভক্তি,
ইয়া হোসাইন ইয়া হোসাইন
দয়া করো সেন্টু মাওলা,
সেলিমের জাগাও বিবেক বুদ্ধি ৷