কারামত শব্দের অর্থ কি?
কারামত শব্দের মানে হচ্ছে- অলৌকিক ঘটনা বা অসম্ভব নিদর্শন, বাহাদুরি বা নৈপুণ্য। নবী-রাসূল এবং ওলীদের দ্বারা প্রকাশিত অলৌকিক ঘটনাই হচ্ছে কারামত বা মোজেজা। যুগে যুগে নবী-রাসূল ও ওলিগন তিনাদের অনুসারীদের সত্যকে প্রমাণ করার জন্য বিশেষ কিছু কারামত বা মোজেজা দেখাতেন, যাতে তারা বিশ্বাসী হয় এবং ঈমান আনে।