ইলহাম শব্দের বাংলা অর্থ কি?
ইলহাম ( إِلْهَام ) আরবী শব্দ। বাংলা অর্থ- অবগত করানো, প্রেরণ, অবগতি, ইশারা, নির্দেশ ইত্যাদি।
ইলহাম বা এলহাম এর মানে- আল্লাহ্ তা’আলার পক্ষ হইতে গায়েবী নির্দেশ প্রাপ্ত হওয়া। এককথায় ইলহাম হচ্ছে নবী-রাসুল ও ওলিদের উপর অবতীর্ণ আল্লাহর বাতেনী বাণী। আল্লাহ্ তা’আলার প্রিয়তম ব্যক্তিদের গুণাবলীর মধ্যে ইহা একটি অন্যতম গুণ।