তকদীর মানে কি
তকদীর (تقدير) কোরানিক শব্দ। তকদীরের বাংলা পরিভাষা হলো ভাগ্য, বিধি, নিয়তি, অদৃষ্ট ইত্যাদি। তকদীর তথা ভাগ্য শব্দের বাংলা অর্থ হলো কর্মবৃত্ত। কর্মবৃত্ত শব্দের অর্থ হলো যেমন কর্ম তেমন ফল। তাহলে কর্মই তকদীরের রহস্য। সুতরাং কর্মফলের মাত্রানুসারে মানুষের তকদীর রচিত হয়। যে যেইরকম কর্ম করে তকদীরের কলমটি ঐ রকমভাবে নফসের উপর কর্মফল লিখে থাকে।