রাদি আল্লাহু আনহু শব্দের বাংলা অর্থঃ
‘রাদি আল্লাহু আনহু শব্দের বাংলা অর্থ’– “আল্লাহ তার অথবা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন।” যেসব সাহাবীরা দয়াল নবী রাসূলে পাক (সাঃ) এর সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন, সেসব সাহাবিদের নামের পরে মূলত এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।