হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) মহরম মাস আসিলে (কারবালার স্মরনে কবিতা)

মহরম মাস আসিলে (কারবালার স্মরনে কবিতা)

231

মহরম মাস আসিলে (কারবালার স্মরনে কবিতা)

মহরম মাস আসিলে
—শাওন হোসাইন

মহরম মাস আসিলে,
হোসাইন প্রেমিক নয়নের-
জল ঝরে অঝরে।
মা ফাতেমা কেন্দে বলে,
জান্নাতে প্রবেশ করবো না-
আমি তাদের বিনে।
আমার মোর্শেদ বলে,
সমাজে চলতে হলে
এজিদ পন্থীদের বাধা-
আসবে বারে বারে।

কারবালার কথা স্মরণ করে,
ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে-
সত্য পথে চলিবে।
সৃষ্টি জগতের প্রেমের রাজা,
হোসাইন বাবা করছে খেলা।
হোসাইন মাওলার শান মান
সারা জীবন লিখিয়া,
বলিয়া করা যায় না প্রমাণ।