মহরম মাস আসিলে (কারবালার স্মরনে কবিতা)
মহরম মাস আসিলে
—শাওন হোসাইন
মহরম মাস আসিলে,
হোসাইন প্রেমিক নয়নের-
জল ঝরে অঝরে।
মা ফাতেমা কেন্দে বলে,
জান্নাতে প্রবেশ করবো না-
আমি তাদের বিনে।
আমার মোর্শেদ বলে,
সমাজে চলতে হলে
এজিদ পন্থীদের বাধা-
আসবে বারে বারে।
কারবালার কথা স্মরণ করে,
ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে-
সত্য পথে চলিবে।
সৃষ্টি জগতের প্রেমের রাজা,
হোসাইন বাবা করছে খেলা।
হোসাইন মাওলার শান মান
সারা জীবন লিখিয়া,
বলিয়া করা যায় না প্রমাণ।