হোমপেজ আধ্যাত্মিক কবিতা আশেক – আধ্যাত্মিক কবিতা

আশেক – আধ্যাত্মিক কবিতা

1185

আশেক – আধ্যাত্মিক কবিতা

আশেক

ওহে আশেক,
আছে কি তোর মনে?
চেয়ে আছে রূপ পানে!
মুর্শিদ সাঁই নিরাঞ্জনে।

ওহে আশেক,
করো মুর্শিদ নাম স্মরণ,
ধরো তাঁর দুই চরণ,
চাও যদি খোদার দর্শন।

ওহে আশেক,
মুর্শিদ সাঁই নামের মধু,
স্বাদরে খাইলো যে বঁধু,
দেখো হইলো সে মহাসাধু।

ওহে আশেক,
মুর্শিদ সাঁইয়ে’র দুই চরণ,
ধরিলে হইবে সুন্দর আচরণ,
কোরআনে আছে এই বিবরণ।

ওহে আশেক,
মুর্শিদ নাম জপেন যিনি,
বারী শাহ্ আস্তানায় আছেন তিনি,
লুৎফর শাহ্ নামে তাঁরে চিনি।

ওহে আশেক,
শূন্য রাতিন এই কথা বলে,
মুর্শিদ সাঁই’র দয়া হলে,
আল্লাহ্ রাসূল তাৎক্ষণিক মিলে।