রুমি ও সুফিরা যে কারণে ঘুরে ঘুরে নাচে।

রুমি ও সুফিরা যে কারণে ঘুরে ঘুরে নাচে।

রুমি ও সুফি দর্শনে ‘ঘূর্ণননাচ’ বা ‘সেমানৃত্য’ মূলত একটি আধ্যাত্মিক অঙ্গভঙ্গি যা দুনিয়ার সমস্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করে, এবং সেই ঘূর্ণনের মাধ্যমে একজন সুফি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে ফানাহ হয় (বা খোদার সাথে বিলীন হয়ে যায়)। এটি একটি অন্তরাত্মা বা পরমাত্মার যাত্রা, যেখানে আত্মা এক স্রষ্টার সঙ্গে একাত্ম হয়ে যায়।

সুফিদের মতে, মহাবিশ্বের প্রতিটি অংশ, যেমন পরমাণুর নিউক্লিয়াস, ইলেকট্রনের ঘূর্ণন, চাঁদ, সূর্য, পৃথিবী, ছায়াপথ – সবই একটি কেন্দ্রে ঘূর্ণিত হচ্ছে। ঠিক সুফিদের সুফি দর্শনেও বিশ্বাস করা হয় যে, মানুষের জীবনেও একটি কেন্দ্র আছে, এবং সেই কেন্দ্র হলো স্রষ্টা। পৃথিবী ও আকাশের প্রতিটি ঘূর্ণন, প্রতিটি রূপ, স্রষ্টার অস্তিত্বের সাক্ষী।

জালাল উদ্দীন রুমি বলেছিলেন, “স্রষ্টাকে খুঁজে পাওয়ার অনেক পথ আছে, তার মধ্য থেকে আমি প্রেমকে বেছে নিয়েছি”। তাঁর মতে, প্রেমই হচ্ছে স্রষ্টার প্রতি আনুগত্যের মূল। এই ঘূর্ণন শুধুমাত্র শারীরিক নৃত্য নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে প্রেমের পথ খুঁজে পাওয়া যায়। সুফিদের বিশ্বাস অনুযায়ী, এই ঘূর্ণনের মাধ্যমে একজন সাধক স্রষ্টার প্রেমে মিশে যেতে পারে, যা ফানাহ-ফিল্লাহর অর্থাৎ-(স্রষ্টার প্রেমে বিলীন বা এক হয়ে যাওয়ার) চূড়ান্ত পরিণতি ঘটায়।

লেখা: Nishat Wahid

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel