জীবন নিয়ে অসন্তুষ্ট নই, পরবর্তী উত্থানে এগিয়ে থাকার চেষ্টা করি
অনেক সময় মনে করতাম, আত্মহত্যা যদি অপরাধ না হতো তাহলে সেটাই করতাম। আবার মনে হতো আত্মহত্যা না করে যদি সত্যের পক্ষে লড়াই করে জালেমদের হাতে মরতে পারি তাহলে সেটা তো অর্জন, আর আত্মহত্যার মতো বড় অপরাধ হতে মুক্ত থাকবো।
আবার মনে হয়, মরার আশায় যদি সত্য বলি তাওতো প্লানিং মৃত্যু মানে আত্মহত্যা ই। সব শেষে ভেবে দেখি এমন মহা মূল্যবান মানব-জীবন কি আর পাবো? আমার কর্ম ভালো না হলে পাওয়ার আশাও করা অনিশ্চিত।
তাই প্রতিনিয়ত নিজ কর্ম অবস্থান থেকে ভাবি এই যে, কিছু অর্জন করতে পারি বা না পারি, অন্তত যতদিন এই মানবদেহ চলমান থাকে ততোদিন ভালো কিছু চেষ্টা করি যাতে আগামীতে উত্থানে কিছুটা এগিয়ে থাকতে পারি।
জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। কার দোষ দিবো আমি? আমি কে, কে বা আমার। হীন তো হয়েছি কর্মেরই দোষে? নিজকে কখনও চিনলাম না অথচ নিজের বিরুদ্ধেই সারাজীবন মামলা দিয়ে গেলাম।
— Nishat Wahid