মোহের জগৎসংসার
মোহ ভঙ্গের তো কোনো প্রয়োজন নেই, কারণ সে তো এক গভীর আকর্ষণ, এক স্বাভাবিক অবস্থা, যা প্রতিটি সত্তাকে তার অস্তিত্বের সাথে বেঁধে রাখে। মায়ার জগৎসংসারে আমরা সবারই এক অদৃশ্য চাহিদা থাকে; আমরা প্রত্যেকেই তাকে ছুঁতে চাই, তার দিকে ধাবিত হতে চাই।
মায়ার চারটি অস্ত্র: আহার, নিদ্রা, আশ্রয়, মৈথুন -এগুলো আমাদের অবলম্বন, আমাদের অস্তিত্বের ভিত্তি, যা জীবনকে একটি নির্দিষ্ট ছন্দে রাখে। কেন আমরা এই দিক থেকে নিজেদের মুক্তি চাইব? জীবন যেহেতু মায়া, সেহেতু মায়াতেই প্রেমের শেকড় লুকিয়ে আছে। সে যে পথের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, ক্রমশ নিগূঢ় প্রেমের গহীনে প্রবেশ করানোর জন্য, আমাদের সকল অনুভূতি, অনুভব, আকাঙ্ক্ষা, সকল কিছু তার মধ্যেই হারিয়ে যায়।
মায়ার বন্ধন এক শাশ্বত আকর্ষণ, যা আমাদের বুঝতে দেয় প্রেমের প্রকৃত রূপ। যখন মায়ার স্রোতে আমরা চলে যাই, তখন আমাদের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে, আমরা এক নিঃস্বার্থ প্রেমে পরিপূর্ণ হয়ে উঠি। এ পৃথিবী, সংসার, জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি-এসব কিছু মায়া, যা প্রেমের পথে আমাদের পথিক হতে শেখায়।
এতদূর ভ্রমণ না করলেই তো প্রেমের প্রকৃত রূপ স্পর্শ করা সম্ভব নয়। মায়া -এই অবিচ্ছিন্ন বন্ধন-এটাই পৃথিবীর সবচেয়ে মধুর, সবচেয়ে গভীর অভিজ্ঞতা। প্রেমের সমস্ত পথ, সমস্ত প্রান্ত -এগুলির মধ্য দিয়ে আমরা শিখি কীভাবে নিজের আত্মাকে এবং অন্যদের আত্মাকে একাকার করে এক অসীম প্রেমে তলিয়ে যেতে হয়। এই মায়া, এই প্রেম-প্রকৃতপক্ষে, এটাই জীবনের মূল লক্ষ্য, এটাই অস্তিত্বের সার্থকতা।
– ফরহাদ ইবনে রেহান