সোহরাওয়ার্দীয়া-সাইফিয়া তরিকার শাজরা
সোহরাওয়ার্দীয়া তরিকা হচ্ছে সুফি আবুল নাজিব সোহরাওয়ার্দী কর্তৃক প্রতিষ্ঠিত সুফি তরিকা। এই তরিকা সুন্নি ইসলাম মতাদর্শের অন্তর্গত এবং এই তরিকায় মূলত শাফি মাজহাব মানা হয়ে থাকে। এই তরিকায় সিলসিলা অনুযাই হযরত জুনায়েদ আল বোগদাদী ও ইমাম আল-গাজ্জালির মাধ্যমে হযরত আলি ইবনে আবি তালিবের সাথে সম্পর্কিত।
১. মুহাম্মদ রসুলুল্লাহ (সা:)
২. আলী ইবনে আবি তালিব
৩. হাসান বসরি
৪. হাবিব আজামী
৫. আবু সুলেইমান দাউদ তায়ী
৬.আবু মাহফুজ মারুফ কারখী
৭. আবু হাসান আবদুল্লাহ সেরি সাকতি
৮. আবুল কাসিম জুনায়েদ বাগদাদী
৯. মুমশাদ দিনাওয়ারি
১০. আবু আল-আব্বাস আহমদ দিওনারী
১১. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাভিয়া
১২. আবু উমর কুতুবুদ্দিন সোহরাওয়ার্দী
১৩. আবু আল নাজিব সোহরাওয়ার্দী
১৪. শিহাব উদ্দিন উমর সোহরাওয়ার্দী
১৫. বাহাউদ্দিন জাকারিয়া
১৬. মীর সৈয়দ জলালুদ্দীন নকবী বুখারী
১৭. সৈয়দ আজমল শাহ বাহরাইচী
১৮. সৈয়দ বুয়াধন বাহরাইচী
১৯. শায়খ মুহাম্মদ দরবেশ
২০. আব্দুল কুদ্দুস গঙ্গোহী
২১. রুকন উদ্দিন গঙ্গোহী
২২. আব্দুল আহাদ ফারুকী কাবুলী
২৩. ইমাম রব্বানি শাইখ আহমেদ আল ফারুকি সিরহিন্দি
২৪. হাজী বাহাদুর আলী আবদুল্লাহ শাহ
২৫. শায়খ মামুন শাহ মনসুরি
২৬. মুহাম্মদ নাইম কামভি
২৭. মুহাম্মদ শাহ আল-হুসাইন আল-সাদোমী
২৮. মুহাম্মদ সিদ্দিক বুনিয়ারি
২৯. মুহাম্মদ হশত নাগরি
৩০. আবদুল গফুর ওরফে হযরত সোয়াত
৩১. নাজমুদ্দিন ওরফে হযরত হাদি
৩২. শাহ রাসুল তালকানি
৩৩. মুহাম্মদ হাসিম সামানগানি
৩৪. আখুন্দজাদা সাইফুর রহমান মোবারক
৩৫. মিঞা মুহাম্মদ সাইফি
৩৬. মুহাম্মদ সরফরাজ মুহাম্মদী সাইফি