ফানার জন্য পীরের প্রয়ােজন : সংক্ষিপ্ত আলোচনা

ফানার জন্য পীরের প্রয়ােজন

ফানা অর্থ বিলীন বা নির্বান এর পরের ধাপ বাঁকা বা স্থায়ী জগত।
অনেক ধর্মেই ফানার কথা উল্লেখ আছে যেমন বৌদ্ধধর্মের ফানা হইল শুন্যতে।
ফানা সুফী মতে আল্লাহ হতে বিলীন।

ফানা তিন প্রকারের
১ম ফানা: পীরের মধ্যে থাকে তাকে ফানাফি শেখ বলে।
২য় ফানা: রাসূলের মধ্যে থাকে তাকে ফানাফি রাসূল বলে।
৩য় ফানা আল্লাহতে থাকে সমস্ত ফানাফিল্লাহ বলে।

সমস্ত ফানাই নির্ভর করে ১ম ফানার উপরে অর্থাৎ ফানা ফিশ শেখের উপরে,
কাজেই ফানা বাঁকা হাছেলের জন্য পীরে কামেল যে কত বড় প্রয়ােজনীয় তাহা বলিয়া শেষ করা যায় না।
এই জন্যই রাবেতায়ে কাবল ফিশ শেকের অতীব জরুরী।
সর্বদা এ দেলে যােগাযােগে দেল পরিস্কার ও সবল হইয়া মহব্বত বাড়াইতে থাকে।
এজন্যই ১ম স্তরের মুরীদের জেকেরের চেয়েও বেশী ফায়দা দায়ক।
কারণ না দেখিয়ে অনুমানে এবাদত করায় ফায়দা নাই।
হাদীস শরীফ দ্বারা জানা যায় যে, দেখিয়া এবাদত করাই উত্তম এবাদত।

বিনীত,
মাওলানা শামসুদ্দীন আহমেদ
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল

পীর-মুর্শিদ প্রশঙ্গে আরো কিছু দলিল ভিত্তিক পোস্ট নিচে দেয়া হলো:

* পীর-মুর্শিদ ধরতে হবে এই প্রশঙ্গে কোরআনের অসংখ্য দলিল।
* মহিলাদের বায়াত হওয়ার দলিল
* খোদা প্রাপ্তির জন্য মুর্শিদ শর্ত
* কামেল পীর চেনার উপায়! দলিল ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা
* কোরআনে কি পীর ধরার কথা উল্লেখ আছে? দলিল সহ তুলে ধরা হলো।
* ফানার জন্য পীরের প্রয়ােজন : সংক্ষিপ্ত আলোচনা
* পীর ওলিগণ শাফায়াত করিতে পারিবেন কিনা? তাহার দলিল।
* রাবেতার যােগ্য পীরের পরিচয়ঃ
* ফানা ও বাকা সিদ্ধ ওলীই প্রকৃত কামেল পীরঃ
* কামেল পীর চেনার উপায়! দলিল ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা
* হুজুরী কালব বা কালবের একাগ্রতা অর্জনে মুর্শিদে কামেলের ভুমিকা

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel