পীরের কদমে নজরানা

পীরের কদমে নজরানা

একজন কামেল গুরু বা পীরের ঋন পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও শোধ করা যাবে না, পীর চায় শুধু মুরিদ। টাকা-পয়সা, সম্পদ ও অর্থ দিয়ে পীরের আহার মিটানোর সাধ্য কোনো মুরিদ বা ভক্তের নাই। তামাম দুনিয়াও যদি একজন কামেলের পেটে ঢুকে তারপরেও তার আহার মিটানো সম্ভব না। তাই আপন স্ত্রী-সন্তান, অর্থ-সম্পদের চেয়েও পীরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়।

সুতরাং একজন ভক্ত যদি পীরকে খুশি হয়ে গরু-ছাগল, সম্পদ, তার কদমে নজরানা হিসেবে দেয় তাহলে সেটা তার মহব্বত ও ভালোবাসা প্রকাশের একাংশ বা বহিঃপ্রকাশ। তাছাড়া তামাম দুনিয়ার সব সম্পদ আপন পীরের দরবারের ধুলার কাছে তুচ্ছ।

– Nishat Wahid

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel