আশেকদের জন্য গান হলো আত্মার খোরাক।

আশেকদের জন্য গান হলো আত্মার খোরাক।

আশেকদের জন্য গান হলো আত্মার খোরাক। আমাদের সমাজে দুইটা জিনিস আল্লাহর নামে হয় এবং দুইটাতে শ্রোতারা আল্লাহ-রাসূলের প্রতি মুহাব্বত থেকেই অংশগ্রহণ করেন। তা হলো- বাউল ধারার গান এবং ওয়াজ মাহফিল। কিন্তু দুঃখের বিষয় হলো- ঈশ্বরমুখী এই দুইমঞ্চের বক্তা ও শিল্পীরা মতাদর্শের দিক দিয়ে দুই মেরুর হলেও টাকার ক্ষেত্রে উভয়েই এক। টাকা না থাকলে তারাও নাই।

প্রতিনিয়ত এটা বলা হয় যে- “ওয়াজ মাহফিল জান্নাতের বাগান হলে ওয়াজে হুজুররা চুক্তি করে অধিক টাকা কেন নেয়? আল্লাহর কথা বলে বিনিময় নেওয়া হারাম।” অথচ বাউল গান বা সূফী ধারার গানও তো আশেকদের ইবাদত এবং এই ভাবধারার গানের মঞ্চ তো আশেকদের কাছে স্বর্গের চেয়েও বেশি কিছু। সম্পূর্ণ ইশ্বরমুখী এই মঞ্চে কেন টাকা লেনদেন হবে? কেন বাউল ধারার শিল্পীরা টাকার চুক্তি করে গান গাইবে? কেন বিনিময় নিবে? এই গান কি আশেকদের রূহের খোরাক নয়? এই গান কি তবে ইশ্বরমুখী নয় নাকি দুনিয়াদারী?

একজন বাউল ধারার শিল্পী তাঁর গানের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ধর্মীয় উপদেশ প্রদান করেন। আরবী ভাষায় বললে বাউলদের সেই উপদেশকেও ‘ওয়াজ’ই বলে। গান গেয়ে আল্লাহর জন্য কান্নাকাটি, শ্রোতাদের মধ্যে আল্লাহর প্রেম জাগ্রত করার চেষ্টা; এগুলো তো সব আল্লাহমুখী বিষয়। তবে এই আসর টাকার চুক্তির বিনিময়ে কেন হচ্ছে? গান গেয়ে টাকা নেওয়াকে হালাল করলো কে?হুজুর-আলেমদের ওয়াজের চুক্তি ও গানের জলসার বয়াতীর চুক্তির মধ্যে পার্থক্য কিসের? আল্লাহর জন্য যা, তার জন্য বিনিময় নেওয়াই তো হারাম। সেটা গান হোক বা ওয়াজ। সূফী বা বাউলধারার গান ধর্মীয় বিষয়, আধ্যাত্মিক বিষয়। টাকার চুক্তি বা লেনদেনের কারণে আলেমদের ধর্ম-ব্যবসায়ী বলা হলে বয়াতো বা বাউল শিল্পীদের কেন ধর্ম-ব্যবসায়ী বলা হবে না?

ওয়াজের মঞ্চের আলেম ও গানের মঞ্চের শিল্পী দুজনকেই তাদের হাদিয়া দেওয়া উচিত। এনিয়ে কোনো সন্দেহ নাই এবং এক্ষেত্রে কৃপণতা করা জঘণ্যতম কাজ। কারণ দুনিয়াবী বিষয়ে অধিক খরচ করে আল্লাহর পথে অল্প খরচের চিন্তা করলে তারা আল্লাহমুখী থাকে না। তাই আলেমদের এবং বয়াতীদের মোটা অংকের হাদিয়া চুক্তি ছাড়াই দেওয়া উচিত। তাদের হাদিয়া দেওয়া শ্রোতাদের জন্য আবশ্যক। কারণ আল্লাহ-রাসূলের বা দ্বীন-ধর্মের কথা শুনতে গেলে বক্তাকে হাদিয়া দেওয়ার আদেশ স্বয়ং আল্লাহর [দেখুন- সূরা মুজদালাঃআয়াত ১২]। কিন্তু তারা নিজ থেকে কেন টাকার চুক্তি করবেন?

আলেমরা ওয়াজে যা বলে, তা যেমন নিজেরা পালন করে না। এই ভাব ধারার শিল্পীরাও তাই, গানে যা বলে- তা নিজেরা বুঝেও না, পালনও করে না।

লেখাঃ DM Rahat

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel